On Tue, Dec 9, 2008 at 7:44 PM, DarkLord (:= <[EMAIL PROTECTED]> wrote:
> You could have visited their site > আপনি কিভাবে মনে করলেন যে আমি তাদের সাইটে যাইনি? আপনি আসলে বুঝতেই পারেননি আমি কি বলেছি। প্রতিটা ডিস্ট্রো/ ডেস্কটপ এ্যানভায়ার্মেন্ট তাদের নিজেদের ফিচার লিস্ট, প্রিভিউ/রিভিউ লিখে থাকে। উবুন্টুর জন্যও আমরা তাই করি। কিন্তু উবুন্টু অফিসিয়াল সাইটে বা নিউজ সাইটে যেসব বিষয়ে আলোচনা করে তা পড়া এক জিনিস আর আসল ডিস্ট্রো বা ডেস্কটপ এ্যানভায়ারমেন্ট ব্যবহার করা আরেক জিনিস। আমি এখন পর্যন্ত যে লিস্ট পড়ছি তাতে এটা আর এক্সএফসিই-এর এলএক্সডিই কেনো ভালো তা বুঝতে পারছি না। যেহেতু আমি ব্যবহার করতে পারছি না তাই দেখতে পারছি না কোন কোন এ্যাপ্লিকেশনে কি কি জিনিস আছে। *কি কি এ্যাপ্লিকেশন আছে তার চেয়ে বেশি জরুরী কিন্তু ওই এ্যাপ্লিকেশনগুলোর ভিতরে কি কি সুবিধা আছে এবং আমি কিসের জন্য ওই এ্যাপ্লিকেশন ব্যবহার করবো তা উপলোব্ধী করা*। * শুধু হালকা হওয়াটাই কখনও যথেষ্ঠ কারণ হতে পারে না।* কেডিই নোমের চেয়ে কিছুটা ভারী ক্ষেত্র বিশেষে, কিন্তু আমি কেডিই ব্যবহার করি কারণ এর এ্যাপ্লিকেশন ফিচারের জন্য (উদাহরণসরুপ: ডলফিনের ভিতরেই কোন ফাইল/ফোল্ডার রুট এক্সেসে চালানোর ফিচার। আমার কাছে ডলফিন আছে নাকি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডলফিনের ভিতরে কোন এই বিশেষ ফিচার আছে কিনা তাই বেশি গুরুত্বপূর্ণ। *যেমন কেডিই ৪ এ ডলফিন ঠিকই আছে কিন্তু উক্ত রুট এক্সেসের সুবিধাটি নেই। তাই ডলফিন থাকলেও আমার কাছে একটি ফিচার নাই মনে হচ্ছে)* আমি আপনার কাছে যা চাচ্ছিলাম তা হচ্ছে যে কোন এ্যাপ্লিকেশনে কি কি বিশেষ সুবিধা আছে তার একটি বিবরন বা স্ক্রিনশট দেয়া (কি কি এ্যাপ্লিকেশন আছে তা জানা নয়, ওটা আমি গুগল করে বা ওদের ওয়েব সাইটেই দেখতে পারছি)। তাও যদি আপনি না বুঝেন তাহলে পরবর্তীতে দেখা হলে আপনি উক্ত এলএক্সডিই -র কপি সিডিতে করে আনবেন আমি ব্যবহার করে দেখবো। -- Thanking you Shahriar Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd http://forum.linux.org.bd Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and মুক্ত.অর্গ http://mukto.org -- Ubuntu Bangladesh mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd