মিলবে, নিউ মার্কেটের উপর তলার যে মার্কেটটিকে সবাই সিঙ্গাপুর মার্কেট না কি যেনো বলে ওখানে, বঙ্গে, ঢাকা কলেজের বিপরীতের দোকানগুলোতে। ----------------------------------------------------------------------- Use FreeOpenSourceSoftwares, Stop piracy, Let the developers live. Get a Free CD of Ubuntu mailed to your door without any cost. Visit : www.ubuntu.com ----------------------------------------------------------------------
2008/12/8 mamun <[EMAIL PROTECTED]> > ভাবছি কোন রঙের টি শার্ট নেব। উবুন্টুর যে কফি রঙ সেই রঙের টি শার্ট যদি আমি > পরি তাহলে উবুন্টু সম্পর্কে মানুষের ভয়ানক ধারণা হবে । সাদা রঙটা ভাল হবে.. > কিন্তু একদম ছাপ বিহীন সাদা কি মিলবে? > > 2008/12/8 DarkLord (:= <[EMAIL PROTECTED]> > > > cool thnx i'll follow 2 :D > > > > Shabab Mustafa wrote: > > > গাইড/টিউটোরিয়াল ১: > > > --------------------------- > > > ১। কিছু সময় বের করে নিন। > > > ২। আশেপাশে খবর নিন নিটিং ফ্যাক্টরি কোথায় আছে। > > > ৩। এইবার বিসমিল্লাহ বলে হেল্পার হিসেবে ঢুকে পড়ুন। আশা করা যায় ৬ মাসের > > মধ্যেই > > > টি-শার্টের কাপড় বোনা সম্পর্কে ধারণ পেয়ে যাবেন। > > > ৪। এইবার নিটিং ফ্যাক্টরির চাকরি ছেড়ে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে ঢুকুন। > > > এখানে আপনি শিখতে পারবেন কি করে টি-শার্ট সেলাই করতে হয়। > > > ৫। সেলাই শেখা শেষ হলে এবার একটি ভাল প্রতিষ্ঠানে ডিজাইনিং এর উপর > প্রশিক্ষণ > > > নিন। > > > ৬। ডিজাইন শেখার পর এবার একটি স্ক্রীনপ্রিন্টের দোকানে চাকরি করুন। এখানে > > কি > > > করে ডিজাইনমাফিক স্ক্রীন তৈরি করতে হয় সেটা থেকে শুরু করে কোন রং কি করে > > > গোলানোর পর কোন স্ক্রীনের উপর কি করে বোলাবেন তা হাতে কলমে শিখবেন। > > > > > > সকল শেখা শেষ হলে রবার আপনি টি-শার্ট বানাবার জন্য প্রস্তুত। > > > > > > এইবার প্রথমে কিছু মূলধন জোগাড় করুন। একটি নিটিং ফ্যাক্টরি খুলুন। নিটিং > > > ফ্যাক্টরিতে যথেষ্ট কাপড় তৈরি শেষ হলে নিটিং ফ্যাক্টরি বেচে দিয়ে একটি > > > গার্মেন্টস ফ্যাক্টরি কিনুন। এইবার এইখানে সেলাই করুন আপনার টি-শার্ট। > > টি-শার্ট > > > সেলাই ফিনিশ হলে গার্মেন্টস ফ্যাক্টরি বেচে দিয়ে স্ক্রীনপ্রিন্টের দোকান > > কিনুন। > > > যেহেতু নিজেই ডিজাইনের কাজ শিখেছেন সেহেতু ডিজাইনিং এ আপনার বিরাট সাশ্রয় > > হবে। > > > এইবার ডিজাইন মাফিক টি-শার্টের উপর ছাপ মারুন। ব্যস, তৈরি হয়ে গেছে আপনার > > > পছন্দের টি-শার্ট। এবার আপনি আপনার স্ক্রীনপ্রিন্টের দোকানটি বেচে > > বৃন্দাবনের > > > দিকে যাত্রা শুরু করতে পারেন। আশাকরা যায় ওখানে পাওনাদার না জ্বালাতন করবে > > না। > > > > > > > > > গাইড/টিউটোরিয়াল ২: > > > -------------------------- > > > ১। বঙ্গবাজার থেকে টি-শার্ট কিনুন। > > > ২। কাঁটাবন থেকে টি-শার্টের উপর ছাপ্পড় মারুন। > > > ৩। এইবার টি-শার্ট বিলি করুন। > > > > > > > > > -- > > Ubuntu Bangladesh mailing list > > ubuntu-bd@lists.ubuntu.com > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > > > > > > Al Mamun <http://almamun.dinajpurinfo.com/> > --------------- > জাগো বাহে, অনেক দূর যাবা হবি.. অনেক কাম বাকি আছে > *Dinajpur* <http://www.dinajpurinfo.com%20/> > -- > Ubuntu Bangladesh mailing list > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Ubuntu Bangladesh mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd