On Fri, Dec 5, 2008 at 9:31 PM, Azim Charles <[EMAIL PROTECTED]> wrote:
> আড্ডা বাজির জন্য শাহাবাগ করা জায়গা। আর যেহেতু ভারসিটি এলাকা সুতরাং লোক বেশি > হলেও সমস্যা হবে না। আমার মনে হয় ঢাকার যেকোন জায়গা থেকে শাহাবাগ এর যোগাযোগ > ব্যবস্থা ভাল। > হুমম আমারও মনে হয় শাহবাগ ভালো হবে যেকোন স্থান থেকে শাহবাগ যাওয়া যায়। ভার্সিটির জন্য একসাথে কয়েকজন মানুষ বসলেও সমস্যা নেই তেমন। খোলা মাঠে বসে গল্পবাজী করা যাবে।। (আর শাহবাগ কিন্তু বিএলইউএ-এর কনফারেন্স হল এটা জানেন না??? আমরা এখন পর্যন্ত অধিকাংশ বিএলইউএ মিটিং শাহবাগে করেছি :D ) বাকিরা কি বলেন???? (শাহবাগ দূর বলতে আমার বাসা থেকে যেতে আসতে বারোটা বেজে যাবে :| বাস পাওয়া যায় না :( ) -- Thanking you Shahriar Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd http://forum.linux.org.bd Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and মুক্ত.অর্গ http://mukto.org -- Ubuntu Bangladesh mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd