আমার দুটি প্রশ্ন

আমি সব সময় লিনাক্স ইন্সটলেশনের সময় পার্টিশন ৫ বা ৬ জিবি রাখি । তবে আমি 
জানতে চাচ্ছি উবুন্টু আইবেক্স Graphically  install করতে  হলে মোটামুটি কত স্পেস 
লাগবে।মানে শূধু ভাচুয়াল বক্সে ইনস্টলেশন প্রক্রিয়ার স্ক্রিনশট নিতে চাচ্ছি। 
ভার্চুয়াল 
বক্সে স্ক্রিনশট কিভাবে নেয়া যায়। বিশেষ ভাবে বুটস্ক্রিনের।

আর একবার লিনাক্স ইনস্টলের পর রুট পার্টিশনে কি অতিরিক্ত স্পেস বাড়ানো যাবে? যেমন 
৫ জিবি আছে আমি আরো ৫০০ এমবি এ্যাড করতে চাই। কিভাবে? জিপার্টেড দিয়ে করা 
যাবে? কোনসমস্যা হবেনাতো?


-- 
DARKLORD (:=
 
Ishtiaque Ahmed (Foisal)

Contributor : http://mukto.org  
(First opensource related web magazine in bangla language )

My Blog: http://foisal.wordpress.com
My youtube : http://www.youtube.com/medarklord



-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to