আমাদের মাঝে অনেক লিনাক্সে অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন যারা মানুষকে সাহায্য করতে আগ্রহী।
বিএলইউএ <http://forum.linux.org.bd/>-এর অফিসিয়াল সাপোর্ট ফোরামে অনেক মানুষ তাদের সমস্যা নিয়ে আসেন। কিন্তু দুঃখজনক হলেও সেখানে সাহায্য করার মতো কোন অভিজ্ঞ লোক নিয়মিত আসেন না। উক্ত ফোরাম মৃতপ্রায় কারণ প্রশ্ন করেও সমাধান পাচ্ছে না মানুষ। তাই আপনাদের মধ্যে যারা অভিজ্ঞ আছেন তারা উক্ত ফোরামে কাজের ফাঁকে একবার ঢু মেরে মানুষের সমস্যার সমাধান দিতে পারেন। এটা ঠিক সবাই বেশ ব্যস্ত, সবার পক্ষে প্রতিদিন যাওয়া সম্ভব না, তবুও কেউ যদি আগ্রহী হোন তাহলে সেখানে ২দিনে ১ বার যেতে পারেন। -- শাহরিয়ার -- ubuntu-bd mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd