শুভ জন্মদিন উবুন্টু -----Azim Charles 2008/10/20 Omi <[EMAIL PROTECTED]>
> শাহারিয়ার তো কবি হয়ে গেলো দেখছি। > > :) > > শুভ জন্মদিন উবুন্টু... > > > > 2008/10/20 Shahriar Tariq <[EMAIL PROTECTED]> > > > আজকে আমার সর্বক্ষণের সাথীর জন্মদিন। তার জন্মদিনে কিছু করার ইচ্ছা থাকলেও > করা > > হয়ে উঠলো না :( > > > > একটু খটকা লাগছে তো মেইলের ঠিকানা পরীক্ষা করে দেখলেন ঠিকানা উবুন্টু > > বাংলাদেশের লিনাক্স গ্রুপের। তাহলে লিনাক্সের গ্রুপে বন্ধুর জন্মদিনের > > শুভেচ্ছা > > জানাচ্ছি কেনো? আসলে আজকে আমার (আপনার) সাথী উবুন্টুর চার বছর পূর্ণ হলো। > চার > > বছর আগে এই দিনে জন্ম নিয়ে উবুন্টু ধীরে ধীরে অনেক পরিপক্ক হয়ে উঠেছে, > > লিনাক্সের অনেক বড় বড় দাদাদের পিছনে ফেলে এখন ডেস্কটপের সর্বোচ্চ জনপ্রিয় > > লিনাক্স ডিস্ট্রিবিউশন। > > > > আমার সাথেও উবুন্টুর পরিচয় প্রায় এক বছরের মতো। একে আরও সাবালক হয়ে উঠতে > > দেখছি, ভালোই লাগছে। এই পথ চলা যেনো শেষ না হয়, আরও অনেক এগিয়ে চলো বড় > হয়ে > > দাদা হও লিনাক্সের। তোমার হাত ধরেই ঘরে ঘরে লিনাক্সের প্রচলণ হোক বছরের পর > বছর > > এই কামনায় > > > > শুভ জন্মদিন তোমাকে > > উবুন্টু লিনাক্স > > > > -- > > Thanking you > > Shahriar > > -- > > ubuntu-bd mailing list > > ubuntu-bd@lists.ubuntu.com > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > > > > > > -- > Omi Azad - http://omi.net.bd | +8803894550305 | Contributor of Ekushey - > http://ekushey.org > -- > ubuntu-bd mailing list > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- - - - - - Azim Charles - - - - - - - - - - - ------------------------------------------------ http://azimcharles.blogspot.com -- ubuntu-bd mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd