On Fri, Oct 17, 2008 at 10:24 PM, নাসির খান <[EMAIL PROTECTED]> wrote:

> আমি স্পন্সর করতে পারবো না, তবে অনুষ্ঠানের জন্য কাজ করতে পারবো।
>
>

ধন্যবাদ নাসির ভাই।
আমরা বিশেষ কোন ব্যক্তির উপর চাপ ফেলতে চাচ্ছি না। বা বলছি না সবাইকে স্পন্সর
বা ডোনেশন করতে হবে। বিষয়টা হচ্ছে, অনেকের হয়তো পরিচিত আছে। অনেকের পরিচিত
ফার্ম আছে যারা লিনাক্স নিয়ে কোচিং করায়, অথবা গ্রামীন প্রযুক্তি নিয়ে কাজ
করছেন। যারা প্রচার চাচ্ছেন।

স্পন্সর ফার্মের সুবিধা হবে আমরা তাদের হয়ে প্রচার করে দিবো। অনলাইন, অফলাইন
সবখানে তারা প্রচার পাবেন। আমাদের যতোগুলো মেটারিয়াল থাকবে সবগুলোতে তাদের
লোগো/নাম/লিঙ্ক থাকবে।
যদি কোন ট্রেনিং সেন্টার হয়ে থাকেন তারা সুযোগ পাবেন রিক্রুটের।

মূল কথা স্বল্পমূল্যে ও সহজে প্রচার করে দেয়া হবে।

আমরাই সবকিছু করে নিতে পারবো।
-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to