গত প্রায় দুই সপ্তাহ যাবৎ GoDaddy তে কিছুতেই আপলোড করতে পারছিলাম না। যদিও
আমার নকিয়া ৬০২০ তে সিএ-৪২ তারের মাধ্যমে প্রায় ২৪কেবিপিএস গতি পাচ্ছিলাম জিপি
ডিজুস দিয়ে।
ফাইলজিলা কুপোকাত, কিউটএফটিপি কুপোকাত, জিএফটিপি তাও... শেষে এক ছোট ভাই
জানালো, সে ফায়ার-এফটিপি ব্যবহার করে এর সমাধান পেয়েছিলো।  তাজ্জব ব্যাপারতো?
ব্রাউজার প্লাগ-ইন বলে এতোদিন বাড়তি ঝামেলা মনে করতাম সেই কিনা মান বাঁচালো
শেষমেষ।  :P
-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to