2008/10/7 Susanta Barman <[EMAIL PROTECTED]> > উবুন্টু বিডি'র নতুন মেইলিং তৈরি করা হয়েছে মর্মে একটি মেইল এসেছে > https://launchpad.net/~isusanta/+editemails<https://launchpad.net/%7Eisusanta/+editemails>। > এই ঠিকানায় গিয়ে আমার ইমেইল আপডেট করতে বলেছে। আমি শুধু জানতে চাচ্ছি এটা > অথেনটিক? নাকি ইমেইল এড্রেস সংগ্রহের কোন স্প্যাম পদ্ধতি। শুধু যাচাই করার জন্য > এই মেইলটি করছি। > ধন্যবাদ সকলকে > _______ > Susanta Barman. > http://kalsrot.blogspot.com >
এটা স্প্যাম হিসেবে ভাবার কিছু নেই আসলে। উবুন্টু বাংলাদেশ আর সকল লোকো টিমের মতো ক্যানোনিক্যালের লঞ্চপ্যাডের সাথে সম্পৃক্ত। এবং এই মেইলিং লিস্টের একটা অংশ লঞ্চপ্যাডের সাথে জরিত। যাই হোককোন মেইলিং লিস্ট নতুন করে করা হয়েছে সেই তথ্য আমার কাছে নেই। পরীক্ষা করে (খোঁজ নিয়ে) জানাচ্ছি। ধন্যবাদ -- Thanking you Shahriar -- ubuntu-bd mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd