আমাদের দেশে কিছুদিন ধরে উন্মুক্তসোর্স আন্দোলন সক্রিয়ভাবে এসেছে তারই ধারাবাহিকতায় এবারের ২০শে সেপ্টেম্বরে অনুষ্ঠিত মুক্ত সফটওয়্যার দিবস উপলক্ষ্যে আমাদের প্রযুক্তি ফোরাম তাদের প্রথম ই-সাময়িকী প্রকাশ করেছে। এই সাময়িকীতে উন্মুক্তসোর্স সম্পর্কে কিছু লেখা তুলে ধরা হয়েছে যা নতুনদের উন্মুক্তসোর্স কি এর প্রয়োজনীয়তা সম্পর্কে ধারনা দিবে।
ই-সাময়িকীটি ডাউনলোড করতে পারবেন এখান থেকে<http://forum.amaderprojukti.com/download/file.php?id=13>(সরাসরি ডাউনলোড) উল্লেখ্য আমাদের প্রযুক্তি বাংলা ভাষায় প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক প্রথম ফোরাম যার যাত্রা গতবছরের সেপ্টেম্বরে শুরু হয়েছিলো। এই এক বছরে সদস্যদের সক্রিয় অংশগ্রহণে আমাদের প্রযুক্তি ফোরাম হয়ে উঠেছে প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন লেখার সমাহার। যারা কখনও যাননি তারা ঘুরে দেখতে পারেন আমাদের প্রযুক্তি ফোরাম<http://forum.amaderprojukti.com/> -শাহরিয়ার -- ubuntu-bd mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd