আমি বলছি না যে সবাই ক্রোম ব্যবহার শুরু করুন। কিন্তু এটাও মনে রাথা দরকার যে ক্রোম কিন্তু ওপেনসোর্স। আর আমি অপেরা পছন্দ করি না (কোন কারন নাই, ২০০৪ এর পর কোন কারন ছাড়াই অপেরা ব্যবহার বন্ধ করে দিয়েছিলাম)।
> > > আমি তারিন ভাইয়ের সাথে একমত। আমরা উইন্ডোজের বদলে লিনাক্স ব্যবহার করতে বলছি > কারন লিনাক্স বহুগুন ভালো এবং লিনাক্স ওপেনসোর্স একটি প্রজেক্ট যা কখনও > "করাপ্টেড" হবার সম্ভাবণা নেই। তাছাড়া আমরা মানুষকে ডেমনস্ট্রেট করতে পারি, > ফোর্স করতে পারি না যে লিনাক্স ব্যবহার করতেই হবে, তোমার পছন্দ হলে তুমি > ব্যবহার করো নাহলে করার দরকার নেই। -- ubuntu-bd mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd