এখন থেকে আর মাত্র ১২ ঘন্টা পরই গুগল তাদের নিজস্ব একটি ব্রাউসার ক্রোম
(chrome) এর বেটা রিলিজ দিচ্ছে।

দেখে যা মনে হচ্ছে ওপেনসোর্স এই ব্রাউসারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের
অভিজ্ঞতা আরও উন্নত হবে এবং এর ফিচারগুলোর কারনে ব্রাউসার জগতে প্রথমবারের মতো
বিশেষ পরিবর্তন আনবে।

ফায়ারফক্স, ভি৮ এবং এ্যাপলের ওয়েবকিট এই ব্রাউসারে ব্যবহার করা হচ্ছে।

ফিচারগুলো দেখা যাক এক নজরে
১) গুগলের ব্ল্যাকলিস্টকে ডিফল্টভাবে এই ব্রাউসারে দেয়া থাকবে। এতে করে যখন কোন
ব্যবহারকারী কোন অসুরক্ষিত, ফিসিং সাইট দেখতে চাবেন তখন তাকে সাবধান করা হবে।
(এই ফিচারটি ফায়ারফক্স ও ওপেরাতেও রয়েছে)

২) ক্রোম ব্রাউসারে পুরা ব্রাউসারের চেয়ে বেশি প্রাধান্য দেয়া হয়েছে ট্যাব
ব্রাউসিংকে। ফায়ারফক্স, অপেরা, আইই৭-এ পুরা ব্রাউসারকে একটি প্রসেস হিসেবে
দেখানো হতো। ব্রাউসারে অনেকগুলো ট্যাব খুলা রাখলে রিসোর্স বেশি লাগে এবং
কম্পিউটার ধীর হয়ে যায়। তখন স্বাভাবিকভাবেই ব্যবহারকারী অপ্রয়োজনীয় ট্যাব বন্ধ
করে দেন। কিন্তু অনেক সময় রিসোর্স ফ্র্যাগমেন্টেশনের কারনে ট্যাব বন্ধ করা হলেও
পুরা রিসোর্স খালি হয় না। তখন ব্রাউসারকে বাধ্য হয়ে নতুন রিসোর্স গ্রহণ করতে
হয়। ক্রোমে প্রতিটি ট্যাবকে আলাদা আলাদা প্রসেস দেখানোর ফলে এই সমস্যা নেই (tab
process- multiprocessing)। ট্যাব বন্ধ করার সাথে সাথে পুরো প্রসেসটিই বন্ধ হয়ে
যাবে। তাছাড়া ক্রোম ব্রাউসারের মধ্যকার টাস্ক ম্যানেজারের (process management
utility= task manager) মধ্যেই ক্রোম ব্রাউসারের সকল প্রসেস দেখা যাবে এর ফলে
কোন ট্যাব বেশি রিসোর্স নিচ্ছে, কোন ট্যাবে কতখানি ডাটা আদানপ্রদান হচ্ছে তা
সহজেই দেখা যাবে এবং ব্যবহারকারী চাইলেই সেই ট্যাবের প্রসেস বন্ধ করে দিতে
পারবে।

৩) ট্যাবকে আলাদা প্রসেস হিসেবে গন্য করার পাশাপাশি জাভাস্ক্রিপ্ট ও
প্লাগইনগুলোকেও আলাদা প্রসেস হিসেবে গন্য করা হবে। এর ফলে পুরা ব্রাউসার আরও
দ্রুত রিকোয়েস্ট হ্যান্ডেল করবে।

৪) আরেকটি নতুন ফিচার হচ্ছে স্যান্ডবক্সিং (sandboxing)। স্যান্ডবক্সিং উইন্ডোজ
ভিস্তাতে আইই যে প্রোটেক্টেড মোডে চালানো হচ্ছে অনেকটা সেরকম তবে আরও উন্নত।
স্যান্ডবক্সিং-এর মাধ্যমে ব্রাউসারের মধ্যেকার সবকিছু ব্রাউসারের মধ্যেই থাকবে।
কোন অপ্রয়োজনীয় টেম্পোরারী ফোল্ডার নেই, নেই কোন ইমেজ ফোল্ডার, কুকির সমস্যা
নেই। কোনকিছুই কম্পিউটারে সরাসরি সংরক্ষিত হবে না। এর ফলে মলওয়্যার, কী-লগার,
রুটকীটগুলো অচল হয়ে পরবে। অচল হয়ে পড়বে অনিরাপদ স্ক্রিপ্টগুলো। তারচেয়েও বড় কথা
প্রতিটি ট্যাব আলাদা প্রসেস হিসেবে গন্য হবার কারনে এক প্রসেস আরেক প্রসেসের
সাথে কনফ্লিক্ট করতে পারবে না। এতে এক ট্যাবে কি হচ্ছে তা আরেক ট্যাব থেকে
রুটকীট বা মলওয়্যারের মাধ্যমে দেখা যাবে না।

৫) অনেক সময় ব্যবহারকারী কি ব্রাউস করছেন কি দেখছেন তার কোন রেকর্ডই রাখতে চান
না। তখন ক্রোম ব্রাউসারের ইনকোগনিটো (Incognito) কাজে আসবে। এই মোডটি অনেকটা
সাফারির প্রাইভেট ব্রাউসিং ও আইই৭ এর ইনপ্রাইভেট-এর মতো। এতে ট্যাব বন্ধ করার
সাথে সাথে সকল তথ্য মুছে যাবে।

৬) ব্রাউসিং এর সময়ে পপআপ অনেকেরই বিরক্তির কারন। তবে ক্রোম ব্যবহার করলে আর
কোন সমস্যাই নেই। ক্রোমে পপ আপ কখনই ট্যাব ছেড়ে বের হবে না। অর্থাৎ যে ট্যাবের
পপআপ সেই ট্যাবের মধ্যেই থেকে যাবে তবে ব্যবহারকারী চাইলেই এক ক্লিকে পপআপটিকে
আলাদা ট্যাব অথবা উইন্ডোতে খুলতে পারবেন।

৭) ভি৮ (V8) এর মাধ্যমে জাভাস্ক্রিপ্টকে আরও দ্রুত ও এফিসিয়েন্টলি ওপেন করার
ব্যবস্থা করা হয়েছে।

৮) ক্রোম ব্রাউসারে এন্ড্রোয়েডের ওয়েবকীট ব্যবহার করে ওয়েবসাইট রেন্ডার করা হবে
যা ওয়পবপেজগুলোকে আরও দক্ষভাবে দ্রুততার সাথে লোড করবে।

৯) ক্রোম ব্রাউসারে হোম পেজের বদলে ব্যবহার করা হচ্ছে ওপেরার স্পিড ডায়েল-এর
(speed dial) এর মতো নিউ ট্যাব পেজ (NewTabPage) ফিচার। এতে ক্রোম ব্রাউসার
খুলার সাথে সাথে যে সাইটগুলোতে ব্যবহারকারী নিয়মিত ব্রাউস করেন সেগুলো ক্ষুদ্র
ক্ষুদ্র থাম্বারনেইলের মাধ্যমে দেখা যাবে। সেই একই পেজেই আবার সর্বাধিক
সার্চকৃত শব্দের তালিকা থাকবে দ্রুত ব্রাউসের জন্য।

১০) ওপেরা এবং ফায়ারফক্স ৩ এর আরও একটি ফিচারকে আও উন্নত করে তৈরি করা হয়েছে
ক্রোমের এড্রেসবার, ওম্নিবক্সকে (omnibox)। এখানে কিছু টাইপ করার সাথে সাথে
সম্ভাব্য ওয়েবসাইট তালিকা ও সার্চ রেজাল্ট দেখাবে তবে এটার সুবিধা হচ্ছে কেবল
সত্যিকারের ওয়েবসাইট তালিকাই দেখাবে এবং এই তালিকা চোখের সামনে ফ্লিক করবেনা
অর্থাৎ কখনই বিরক্তিকর লাগবে না।

এরকম আরও কিছু ফিচার নিয়ে ক্রোম ব্রাউসার আসছে। ক্রোম ব্রাউসার সম্পর্কে আরও
বিস্তারিত উল্লেখ করা হয়েছে এই কমিক
স্কেচের<http://blogoscoped.com/google-chrome/>মাধ্যমে।

ডাউনলোড করার জন্য যেতে হবে
এখানে<http://www.freechromethemes.com/DownloadGoogleChrome.php>

তবে ক্রোম প্রাথমিকভাবে কেবল উইন্ডোজের জন্য পাওয়া যাবে, লিনাক্স ও ম্যাক
ভার্সন পরে ছাড়া হবে।

লেখাটি ক্রিয়েটিভ কমনস্ লাইসেন্স CC: by-nc-sa এর নিচে প্রকাশিত


(ধন্যবাদ নাসিম ভাইকে বিষয়টি দৃষ্টিগোচরে আনার জন্য :D)
@ ডার্কলর্ড ভাই। মুক্ত.অর্গে লেখাটি দিলে ভালো লাগবে। অবশ্যই প্রয়োজন মতো
কাটছাট-সম্পাদন করতে পারেন।


-শাহরিয়ার
-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to