উবুন্টু হার্ডিতে কোনই সমস্যা নেই। কোন নতুন অপশন যোগ হলে বা কোন কিছু পরিবর্তন
হলে সেটাকে সমস্যা বলা যায় না।
শুরুতে কিছুটা আনস্টেবল এবং প্রতিনিয়ত প্রচুর আপডেট আসলেও এখন প্রচুর স্টেবল।
স্টেবল হওয়ার পর হার্ডির দ্বীতিয় সংস্করণ(৮.০৪.১) রিলিজ হয়েছে।  উবুন্টু সাইট
থেকে ডাউনলোড করে চালিয়ে দেখুন। আশা করি সমস্যা হবেনা।
যাইহোক এবার সংক্ষেপে সমস্যাগুলোর সমাধান দেয়ার চেষ্টা করছি:
(১) প্রতিবার পিসি অন করার পর সবগুলা ড্রাইভ মাউন্ট করতে হয়
>>>>>>>>
এনটিএফএস অটোমাউন্ট সক্রিয় জন্য ntfs-config প্যাকেজটি ইনস্টল করুন(sudo
apt-get install ntfs-config)। এরপর Alt+F2 উইন্ডো থেকে ntfs-config লিখে
এন্টার চেপে ইচ্ছামত ড্রাইভ নির্বাচন করে অটোমাউন্ট সক্রিয় করুন।
এটি মূলত: /etc/fstab এর কিছু সেটিংস পরিবর্তন করে। কিন্তু নতুনরা কমান্ড লাইন
ভয় পায় দেখে সহজ রাস্তাটাই বললাম :)

(২) কীবোর্ড লেআউট প্রতিবার অ্যাড করতে হয়
>>>>>>>>
:-/
আমার এ জাতীয় সমস্যা হয়নি কখনো।
আপনি কি স্কিম ব্যবহার করছেন? স্কিম সম্পর্কে আমার কোন ধারণা নেই এবং কখনো
প্রয়োজনও হয়নি।
উবুন্টুর লেটেস্ট আপডেটগুলো ইনস্টল করে ফেলুন। আশা করি এ সমস্যা আর হবেনা।

(৩) ফন্ট অ্যাড করার পদ্ধতিটি সহজ নয়
>>>>>>>>
আমার তো যথেষ্ট সহজ মনে হয়!
প্রথমে রুট ইউজার হয়ে /usr/share/fonts এ ঢুকুন অর্থাৎ একটি টার্মিনাল খুলে
প্রথমে রুট হয়ে(sudo -i) nautilus /usr/share/fonts লিখে এন্টার চাপুন।
এরপর, truetype ডিরেক্টরিতে ঢুকে ইচ্ছামত একটি নতুন ফোল্ডার বানিয়ে নিন। যে
ফন্ট(গুলো) ইনস্টল করতে চান সেগুলো সেখানে কপি করে নটিলাস উইন্ডোটি বন্ধ করে
দিন। এরপর টার্মিনাল থেকে sudo fc-cache -f -v কমান্ডটি রান করুন। ফন্ট ইনস্টল
শেষ....

(৪) ড্রাইভ মাউন্ট করা অবস্থায় কোন ইউজার লগ আউট করে অন্য ইউজার দিয়ে লগইন করলে
মাউন্ট করা ড্রাইভগুলা অ্যকসেস করা যায় না
>>>>>>>>
এর কারণ হলো প্রতি ইউজারের মাউন্ট সেটিংস আলাদাভাবে সংরক্ষিত হয়। যেসব ইউজারের
পার্টিশন অটোমাউন্ট করতে চান সবগুলোতেই এনটিএফএস কনফিগ টুল চালিয়ে নিতে হবে।

(৫) ইনস্টল করার পর আপডেট ডাউনলোড শুরু করলে সিস্টেম স্লো হয়ে যায়
>>>>>>>>
আমার স্লো হয়না। আপনি হার্ডি ৮.০৪.১ এ দেখুন এ সমস্যা হয় কিনা....

(৬) রিস্টার্ট করলে ডেক্সটপ ওয়ালপেপার নতুন করে সেট করতে হয়
>>>>>>>
এ সমস্যাটিও হার্ডডিস্ক অটোমাউন্টের সাথে জড়িত।
আপনার ওয়ালপেপারটি সম্ভবত এনটিএফএস বা অন্য কোন উইন্ডোজ পার্টিশনে আছে।
এনটিএফএস কনফিগ ব্যবহার করে হার্ডডিস্কের অটোমাউন্ট সক্রিয় করুন, এরপর থেকে আর
প্রতিবার নতুন করে ওয়ালপেপার সেট করতে হবেনা :-)


-- 
আমাদেরপ্রযুক্তি ফোরাম- প্রযুক্তির সবকিছু চাই বাংলায়...
http://forum.amaderprojukti.com
-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to