আমি একটি বেশ ভালো ঝামেলার মধ্যে পড়েছি। আমার নতুন ল্যাপটপ কিনেই ঝাপিয়ে পড়ে উবুন্টু ইনস্টল করে ফেল্লাম। বেশ কিছু ঝামেলা ঠিক করতে যেয়ে থলে থেকে সাঁপ বের হয়ে আসল।
সমস্যা শুরু হলো, তাপ এর কারনে। দেখলাম ল্যাপটপটা বেশ গরম হয়ে যাচ্ছে। একটু খুজতেই পেলাম আমার হার্ডড্রাইভটিতে উবুন্টুতে সমস্যা করে। তারপর ভিসতা ইন্সটল করলাম, আমার কাজ ভিসতাতে হবে না, লোপার্ড ইন্সটল করলাম (এটাতে আমার wifi ছাড়া সব কাজ করে)। ভালই চলছিল, কিন্তু এখনো ল্যাপটপ বেশ গরম। তাপ পরিক্ষা করে দেখলাম শুরু তে ৩০ (room temperature) থাকে, এরপর বাড়তে বাড়তে ৪০ - ৪৫ - ৫০ - ৫২ ডিগ্রী সেলসিয়াস! যেখানে মাত্রা ২৫ থেকে ৪৫ হলো acceptable operating temperature! সাঁপ এখনো বের হয়নি। এরপর পিসিতে পরিক্ষা করলাম (লোপার্ড ), দেখি ওখানেও ৩০ - ৪০ - ৪৫ - ৪৮ ডিগ্রী সেলসিয়াস। পড়লাম বিপদে। গেম এর জন্য একটা হার্ডডিস্কে xp ইন্সটল করা ছিল, ওটাতে পরিক্ষা করলাম, একই তাপমাত্রা। ইন্টারনেটে খুজে দেখলাম মানুষজনের ৩০ ডিগ্রী পার হলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর আমার ৫০/৫২। আমার মাথা ঘুরানো শুরু হল। এখানে আমাদের দুজনের ঘরেই এসি ছিলনা। এক ম্যাকবুকআলা বন্ধুকে ফোন করলাম, সে বলল - ৩৩ ডিগ্রী, ফুল লোড! আমার মাথা পুরাই গেল এবার। পরে অফিসে গিয়ে ৬ টা পিসিতে পরিক্ষা করলাম, ৪৩ - ৪৫ ডিগ্রী (গ্রহনযোগ্য, তবে এখানে এসি ছিল)। আরো তিন বন্ধু জানালো তাদের ল্যাপটপে ৪০-৪২ এর উপরে উঠে না (তারা auto CAD-এ কাজ করছিল এবং এসি ছিল)। আমি বাসায় এসে আরো অনেকক্ষন দেখলাম, আমার পিসি ৪৮ এর উপরে উঠে না (তাও অনেক বেশি) আর ল্যাপটপ কিছু না করলেও নিজে নিজে ৫২ হয়ে যায়। এখন সাপ এর কাহিনী - এটা পড়লেই অনেককিছু বুঝা যাবে http://ubuntuforums.org/showpost.php?p=4965903&postcount=1 আমার হার্ডড্রাইভটির Load Cycle Count ল্যাপটপ কিনার ৫ দিনেই ৩১৭২ পার করে ফেলেছে! আমার প্রতি মিনিটে ১-২ করে count বাড়ে, যেটা ঘন্টায় ১ এর কম হওয়া উচিত ছিল। হার্ডড্রাইভটি দরকারের থেকে অনেক বেশি ঘুরছে বলেই এতো গরম হচ্ছে। আমার BIOS আপডেট করাই আছে। এখন আপনাদের FEEDBACK দরকার। দয়া করে আপনাদের hard drive temperature টা বলুন। temperature দেখার জন্য ubuntu-তে sudo aptitude install smartmontools এটি ubuntu DVD-তেই আছে, তারপর SATA drive হলে date; sudo smartctl -a /dev/sda | egrep '(Load_Cycle_Count|Temperature)' PATA (IDE) হলে date; sudo smartctl -a /dev/hda | egrep '(Load_Cycle_Count|Temperature)' এটা দিলে এরকম কিছু আসবে 193 Load_Cycle_Count 0x0012 083 083 000 Old_age Always - 171239 194 Temperature_Celsius 0x0002 137 137 000 Old_age Always - 40 (Lifetime Min/Max 11/54) নিজে দুটি output-ই খেয়াল করুন। প্রথম লাইনের শেষ সংখ্যাটি আপনার হার্ডড্রাইভটির Load Cycle Count ১০ মিনিট পর আবার কমান্ডটি ব্যবহার করে count দেখুন, কত বাড়লো দেখবেন। আপনার ঘন্টায় ১/২ এর বেশি বাড়া মানেই সমস্যা আছে। দ্বিতীয় লাইনের ব্র্যাকেটের আগের সংখ্যাটি আপনার ড্রাইভের temperature। এই মেইলের reply তে দয়া করে temperature টি পোস্ট করুন। ধন্যবাদ। -- ubuntu-bd mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd