অন্যরা কি করতে পারে তা না ভেবে আমাদের নিজেদের এগিয়ে আসা উচিত।
আমরা সবাই আমাদের পরিচিতদেরকে প্রথমে ব্যবহার করতে বলতে শুরু করি। তারা যদি
ব্যবহার করে এর সুবিধাগুলো বুঝতে পারে তাহলে তারাও তাদের পরিচিতদের বলবে।
2008/11/19 Azim Charles <[EMAIL PROTECTED]>
> থিক বলেছেন ভাই। এখন পাবলিককে বুজতে হবে। নাহ
থিক বলেছেন ভাই। এখন পাবলিককে বুজতে হবে। নাহলে লিনাক্স সিমাব্দই থাকবে।
ধন্যবাদ
2008/11/19 DarkLord (:= <[EMAIL PROTECTED]>
> আলোচনায় যেন অফিস বা কর্পোরেট ইউজারদের লিনাক্স ব্যবহারের গুরুত্ব তুলে ধরা
> হয়।
> যেমন বেশীর ভাগ অফিস/প্রতিষ্ঠানে উইন্ডোজ ব্যবহার করা হচ্ছে, এবং ডকুমেন্ট
> রাইটিং,
> হিসাবের
আলোচনায় যেন অফিস বা কর্পোরেট ইউজারদের লিনাক্স ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।
যেমন বেশীর ভাগ অফিস/প্রতিষ্ঠানে উইন্ডোজ ব্যবহার করা হচ্ছে, এবং ডকুমেন্ট রাইটিং,
হিসাবের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস ব্যবহার করা হয়। এক্ষেত্রে লিনাক্স এবং ওপেনঅফিস
ব্যবহারের মাধ্যমে তারা কি সুবিধা পেতে পারে , এডভান্টেজ কি ,