Re: [Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users

2010-07-21 Thread Lenin
আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার,
মুভেবল ক্যাম লাগবে দৃশ্য ধারণ এবং লাইভস্ট্রিমিংয়ের জন্য সেটি কে আনছেন এটা কি
নিশ্চিত হয়েছি আমরা?

সাউন্ড সিস্টেমের কি ব্যবস্থা? প্রজেক্টর কেমন আছে?

আমার দায়িত্বটি হয়তো আমি অন্য কয়েকজনের হাতে দিয়ে আমি অন্য একটি দায়িত্ব নিতে
পারি, তবে সেটি লিস্টে না বলে সরাসরি আজকের মিটিংয়ে বলবো, যাতে কোনো প্রকার
ভুল বোঝাবুঝি না হয়।

2010/7/21 Lenin 

> মুভি থেকে গানটি অনুবাদ করলাম। সুর তুলতে পারলে হয়তো অনুষ্ঠানে গাইতেও পারি
> :D
>
> http://www.youtube.com/watch?v=9sJUDx7iEJw
>
> হাই, আমরা জিএনইউ/স্টলম্যানস, আর এটি হলো
> "মুক্ত সফটওয়্যারের গান"
>
> এসো আমাদের সাথে আর বিলিযে় দাও সফঠওয়্যার;
> তোমরা মুক্তি পাবে, হ্যাকার, তুমি মুক্তি পাবে।
> ...
> তোমরা মুক্তি হবে, হ্যাকার, তুমি মুক্তি হবে।
>
> মজুদদারিতে হয়তো টাকার পাহাড় হয়,
> এটা সত্যি, হ্যাকার, এটা সত্যি।
> কিন্তু তারাতো পড়শীকে সাহায্য করতে পারেনা;
> কখনোই ভালো নয়, হ্যাকারস, কখনোই ভালো নয়।
>
> যখন আমাদের অনেক অনেক মুক্ত সফটওয়্যার হবে
> আমাদের ডাকে, হ্যাকারস, আমাদের ডাকে,
> আমরা ছুঁডে় ফেলবো এইসব নোংরা লাইসেন্স
> সবসময়ই, হ্যাকারস, সব সময়ই।
>
> এসো আমাদের সাথে আর বিলিযে় দাও সফটওয়্যার;
> তোমরা মুক্ত হবে, হ্যাকার, তুমি মুক্ত হবে।
> যোগ দাও আমাদের সাথে আর শেযা়র করো সফটওয়্যার;
> তোমরা মুক্ত হবে, হ্যাকার, তুমি মুক্ত হবে।
> ওহ, তুমি মুক্ত হবে
> আমি জানাবো তোমায়।
> অর্থাৎ তুমি মুক্ত হবে। [ পুনরায় ]
> আমি জানাবো তোমায়
> অর্থাৎ তুমি মুক্ত হবে। [ পুনরায় ]
> অর্থাৎ তুমি মুক্ত হবে। [ পুনরায় ]
>
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users

2010-07-21 Thread Ovro Niil
http://www.cadetcollegeblog.com/raihanabir/26608

-- 
.:: অভ্রনীল ::: Ovroniil ::.

❆ আমার সাইট ➠ http://ovroniil.wordpress.com/
❆ সহজ উবুন্টু শিক্ষা ➠ http://ovroniil.wordpress.com/ubuntux/sus/
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users

2010-07-21 Thread Saif Hassan
আজ শাবাব ভাইয়ের জন্মদিন! উনি কই?

On Wed, Jul 21, 2010 at 2:38 PM, Ovro Niil  wrote:

> http://www.cadetcollegeblog.com/raihanabir/26608
>
> --
> .:: অভ্রনীল ::: Ovroniil ::.
>
> ❆ আমার সাইট ➠ http://ovroniil.wordpress.com/
> ❆ সহজ উবুন্টু শিক্ষা ➠ http://ovroniil.wordpress.com/ubuntux/sus/
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সাইফ দি বস ৭ (সাইফ হাসান)
http://www.saiftheboss.co.cc
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users

2010-07-21 Thread Shabab Mustafa
 On Wed, Jul 21, 2010 at 7:17 PM, Saif Hassan wrote:

> আজ শাবাব ভাইয়ের জন্মদিন! উনি কই?
>

ঘটনা কি? সকাল থেকে দেখি আমারে তুমি বিভিন্ন জায়গায় চাইনিজ চার্জার জ্বালাইয়ে
খুঁজতেছ। কাহিনী কি?

যাইহোক, আজকে কিছু আয়োজক-স্বেচ্ছাসেবকদের ফলপ্রসু মিটিং হয়েছে ঢাকা
বিশ্ববিদ্যালয়ে। বেশ কিছু ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। কয়েকটি প্রস্তাবের
পক্ষে-বিপক্ষে উপস্থিত ভোটাভুটিও হয়েছে। সব কিছুর আপডেট জানিয়ে পোস্ট করার
ইচ্ছা রইল আগামীকালকে। আজকে বড়ই ক্লান্ত লাগছে।
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users

2010-07-21 Thread সাজেদুর রহিম জোয়ারদ ার
২১ জুলাই, ২০১০ সন্ধ্যা ০৬:২০ থেকে ৮:‌১০ পর্য্যন্ত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের
কলাভবনের সামনের বটতলায় অনুষ্ঠিত সেচ্ছাসেবক/আয়োজক মিটিংয়ে আমরা আয়োজকেরা
নিম্নোক্ত সিদ্ধান্তগুলোয় উপনীত হয়েছি।


বিষয় --
সিদ্বান্ত
--
---
১। বাংলায় সাবটাইটেল অনুবাদ প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত চলবে, -- কন্ঠ
ভোটে পক্ষে ৭ ভোট, বিপক্ষে ২ ভোট
তবে আড্ডায় দেখানো হচ্ছে না।
-- সিদ্ধান্তঃবাংলা সাবটাইটেল দেখানো হবেনা।

১(ক)[অডিও ক্যাবল কনভার্টার শাবাব নিয়ে আসবেন। রিং আনবেন অডিও ক্যাবল ও
সাবওফার সহ স্পীকার
  সিস্টেম]
১(খ) প্রজেক্টর সহ পর্দা সরবরাহ করবে "অংকুর আইসিটি ফাউন্ডেশন"।

২। আড্ডার সূচী আলোচনা আর সম্মিলিত ১১ জনের মতামতের ভিত্তিতেই চুড়ান্ত করা হলো।
বিভিন্ন ফরমগুলোর ডিজাইনের দ্বায়িত্ব শাবাব মোস্তফাকে দেয়া গেল।

৩। টি-শার্টের মিন্ট লোগোর ক্ষেত্রে যে সামান্য সমস্যাটুকু ছিলো তা সরাসরি সবার
অনাপত্তিক্রমেই চুড়ান্ত হলো।

৪। টি-শার্ট সংক্রান্ত যাবতীয়
দ্বায়িত্বাবলী-- শাহরিয়ার তারিক এবং
মেরাজুল হক অমি

৫। ডিভিডি সংক্রান্ত যাবতীয়
দ্বায়িত্বাবলী  -- রায়হান চৌধুরী নিপুন

৬। অভ্যর্থনায় আর আসন ব্যবস্থাপনায় -- মোঃ শহীদুল হক গাজী, ওমর শরীফ, শফিউল আজম
এবং আলমগীর হোসাইন রিংকু, শাবাব মোস্তফা, গাজী আসিফ সালাহউদ্দিন লেনিন, অনুপম
সিং,  রাসেল জন এবং রিং।

৭। অাড্ডায় সঞ্চালকের ভূমিকায় -- শাবার মোস্তফা এবং অয়নখান  (পক্ষে ৯ এবং
বিপক্ষে ২ ভোট)
  -- অতিথি উপস্থাপক(রিং প্রস্তাবিত)
(পক্ষে ২ এবং বিপক্ষে ২ ভোট, মন্তব্য ছাড়া ৭)
  -- লেনিন ভাই
(পক্ষে ১ এবং বিপক্ষে ৯ ভোট, মন্তব্য ছাড়া ১)
অতএব সিদ্ধান্ত এই যে, শাবার মোস্তফা এবং অয়নখান দুজনে আড্ডা সঞ্চালন করবেন।

৮। অনুষ্ঠানের ভিডিও অনলাইনে স্ট্রিমিং -- মূল দ্বায়িত্বেঃ গাজী আসিফ
সালাউদ্দিন লেনিন, সহকারীবৃন্দঃ গৌতম রয়, নির্ঝর, শফিউল আজম এবং ওমর শরীফ।

৮(ক) ভিডিও স্ট্রিমিং এর জন্য লজিটেক ওয়েব ক্যাম ১ফুট স্ট্যান্ড সহ ব্যবহার
করা হবে। মাইক বা সাউন্ড গ্রাবিং
ইকুইপমেন্টস লেনিন ভাইকে সংগ্রহের অনুরোধ করছি, কেননা ওয়েব ক্যামেরার অডিও
গ্রাবিং বা ল্যাপির গ্রাবিং
অতটা শক্তিশালী নয়।

৯। অতিরিক্ত পাওয়ার স্ট্রিপ এর ব্যাপারে সাহায্য সহযোগীতায় রিং।

১০। প্রয়োজনীয় টেবিল এবং বেঞ্চ ব্যবস্থাপনার ব্যাপারে রিং দ্বায়িত্ব নিয়েছেন।

আয়োজক/স্বেচ্ছাসেবক মিটিং এ যাঁরা উপস্থিত ছিলেনঃ শাহরিয়ার তারিক, মেরাজুল হক
অমি, মোঃ শহীদুল হক গাজী, আলমগীর হোসাইন রিংকু, শাবাব মোস্তফা, গাজী আসিফ
সালাহউদ্দিন লেনিন, রাসেল জন, অয়নখান, অনুপম সিং, রায়হান চৌধুরী নিপুন এবং রিং।
[কোন সিদ্ধান্ত বাদ পড়ে গেলে কিংবা ভুল প্রকাশিত হয়ে থাকলে অনুগ্রহ করে
জানাবেন। আমি সংশোধনী দেবো।]

ধন্যবাদ সকলকে

আয়োজকদের পক্ষে

রিং
সমন্বয়ক
বুন্টু-মিন্টুর আড্ডা ২০১০
মুঠোফোনঃ +8801671411437
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users

2010-07-21 Thread Ovro Niil
লাইভ ব্লগিংয়ের ব্যাপারাটা কি থাকছেনা??



২২ জুলাই, ২০১০ ৩:২২ am এ তে, সাজেদুর রহিম জোয়ারদার লিখেছে:

> ২১ জুলাই, ২০১০ সন্ধ্যা ০৬:২০ থেকে ৮:‌১০ পর্য্যন্ত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের
> কলাভবনের সামনের বটতলায় অনুষ্ঠিত সেচ্ছাসেবক/আয়োজক মিটিংয়ে আমরা আয়োজকেরা
> নিম্নোক্ত সিদ্ধান্তগুলোয় উপনীত হয়েছি।
>
>
> বিষয় --
> সিদ্বান্ত
>
> --
> ---
> ১। বাংলায় সাবটাইটেল অনুবাদ প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত চলবে, -- কন্ঠ
> ভোটে পক্ষে ৭ ভোট, বিপক্ষে ২ ভোট
>তবে আড্ডায় দেখানো হচ্ছে না।
> -- সিদ্ধান্তঃবাংলা সাবটাইটেল দেখানো হবেনা।
>
>১(ক)[অডিও ক্যাবল কনভার্টার শাবাব নিয়ে আসবেন। রিং আনবেন অডিও ক্যাবল ও
> সাবওফার সহ স্পীকার
>  সিস্টেম]
>১(খ) প্রজেক্টর সহ পর্দা সরবরাহ করবে "অংকুর আইসিটি ফাউন্ডেশন"।
>
> ২। আড্ডার সূচী আলোচনা আর সম্মিলিত ১১ জনের মতামতের ভিত্তিতেই চুড়ান্ত করা
> হলো।
> বিভিন্ন ফরমগুলোর ডিজাইনের দ্বায়িত্ব শাবাব মোস্তফাকে দেয়া গেল।
>
> ৩। টি-শার্টের মিন্ট লোগোর ক্ষেত্রে যে সামান্য সমস্যাটুকু ছিলো তা সরাসরি
> সবার
> অনাপত্তিক্রমেই চুড়ান্ত হলো।
>
> ৪। টি-শার্ট সংক্রান্ত যাবতীয়
> দ্বায়িত্বাবলী-- শাহরিয়ার তারিক এবং
> মেরাজুল হক অমি
>
> ৫। ডিভিডি সংক্রান্ত যাবতীয়
> দ্বায়িত্বাবলী  -- রায়হান চৌধুরী নিপুন
>
> ৬। অভ্যর্থনায় আর আসন ব্যবস্থাপনায় -- মোঃ শহীদুল হক গাজী, ওমর শরীফ, শফিউল
> আজম
> এবং আলমগীর হোসাইন রিংকু, শাবাব মোস্তফা, গাজী আসিফ সালাহউদ্দিন লেনিন, অনুপম
> সিং,  রাসেল জন এবং রিং।
>
> ৭। অাড্ডায় সঞ্চালকের ভূমিকায় -- শাবার মোস্তফা এবং অয়নখান  (পক্ষে ৯ এবং
> বিপক্ষে ২ ভোট)
>  -- অতিথি উপস্থাপক(রিং প্রস্তাবিত)
> (পক্ষে ২ এবং বিপক্ষে ২ ভোট, মন্তব্য ছাড়া ৭)
>  -- লেনিন ভাই
> (পক্ষে ১ এবং বিপক্ষে ৯ ভোট, মন্তব্য ছাড়া ১)
> অতএব সিদ্ধান্ত এই যে, শাবার মোস্তফা এবং অয়নখান দুজনে আড্ডা সঞ্চালন করবেন।
>
> ৮। অনুষ্ঠানের ভিডিও অনলাইনে স্ট্রিমিং -- মূল দ্বায়িত্বেঃ গাজী আসিফ
> সালাউদ্দিন লেনিন, সহকারীবৃন্দঃ গৌতম রয়, নির্ঝর, শফিউল আজম এবং ওমর শরীফ।
>
>৮(ক) ভিডিও স্ট্রিমিং এর জন্য লজিটেক ওয়েব ক্যাম ১ফুট স্ট্যান্ড সহ ব্যবহার
> করা হবে। মাইক বা সাউন্ড গ্রাবিং
>ইকুইপমেন্টস লেনিন ভাইকে সংগ্রহের অনুরোধ করছি, কেননা ওয়েব ক্যামেরার অডিও
> গ্রাবিং বা ল্যাপির গ্রাবিং
>অতটা শক্তিশালী নয়।
>
> ৯। অতিরিক্ত পাওয়ার স্ট্রিপ এর ব্যাপারে সাহায্য সহযোগীতায় রিং।
>
> ১০। প্রয়োজনীয় টেবিল এবং বেঞ্চ ব্যবস্থাপনার ব্যাপারে রিং দ্বায়িত্ব নিয়েছেন।
>
> আয়োজক/স্বেচ্ছাসেবক মিটিং এ যাঁরা উপস্থিত ছিলেনঃ শাহরিয়ার তারিক, মেরাজুল হক
> অমি, মোঃ শহীদুল হক গাজী, আলমগীর হোসাইন রিংকু, শাবাব মোস্তফা, গাজী আসিফ
> সালাহউদ্দিন লেনিন, রাসেল জন, অয়নখান, অনুপম সিং, রায়হান চৌধুরী নিপুন এবং
> রিং।
> [কোন সিদ্ধান্ত বাদ পড়ে গেলে কিংবা ভুল প্রকাশিত হয়ে থাকলে অনুগ্রহ করে
> জানাবেন। আমি সংশোধনী দেবো।]
>
> ধন্যবাদ সকলকে
>
> আয়োজকদের পক্ষে
>
> রিং
> সমন্বয়ক
> বুন্টু-মিন্টুর আড্ডা ২০১০
> মুঠোফোনঃ +8801671411437
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
.:: অভ্রনীল ::: Ovroniil ::.

❆ আমার সাইট ➠ http://ovroniil.wordpress.com/
❆ সহজ উবুন্টু শিক্ষা ➠ http://ovroniil.wordpress.com/ubuntux/sus/
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd