Re: [Ubuntu-BD] FW: Microsoft Paying you - Not Fake

2008-10-16 Thread Syed Rafiqul Alam
Mr Tareq
About yr spam. It is well composed but missing two imp. item 1) lot of
genuine/false e-mail addresses to prove people r sending it. 2)  some cert.
of getting prize money (if s'one get, why they stop it !!). U may consider
to add a consultation fee or authentication process to make it more
attractive.
For all. Is it possible to delete in-line attachment. Our mail become too
big with forwarded msg.s.
Thanks.
Rafiq
-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


[Ubuntu-BD] M$

2008-10-16 Thread DarkLord (:=
এইটা পরছেন কেউ?

http://www.ittefaq.com/content/2008/10/17/news0190.htm


-- 
DARKLORD (:=
 
Ishtiaque Ahmed (Foisal)

Contributor : http://mukto.org  
(First opensource related web magazine in bangla language )

My Blog: http://foisal.wordpress.com
My youtube : http://www.youtube.com/medarklord



-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


Re: [Ubuntu-BD] M$

2008-10-16 Thread Shahriar Tariq
On Fri, Oct 17, 2008 at 2:50 AM, DarkLord (:= <[EMAIL PROTECTED]>wrote:

> এইটা পরছেন কেউ?
> http://www.ittefaq.com/content/2008/10/17/news0190.htm
>

সবার সুবিধার জন্য কনভার্ট করে দিচ্ছি।
ওপেন সোর্স সফটওয়্যার 'জেকুয়েরী' নিজের করে নিল মাইক্রোসফট


জনপ্রিয় ওপেন সোর্স সফটওয়্যার 'জেকুয়েরী' নিজের করে নিল মাইক্রোসফট। মাইক্রোসফট
হল পৃথিবীর সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানির নাম; যাদের সব প্রোডাক্টই
ব্যবহারকারীকে টাকার বিনিময়ে কিনে নিতে হয় এপ্লিকেশন স্যুইট বা প্যাকেজ হিসেবে।
অন্যদিকে ওপেনসোর্স হল সারাবিশ্বের সফটওয়্যার ডেভেলপার ও ব্যবহারকারীদের একটি
প্ল্যাটফর্ম যার মাধ্যমে কোডসহ যেকোন সফটওয়্যারটি একদম বিনামূল্যে ব্যবহার করা
যায়। এ থেকে সহজেই বুঝা যায় মাইক্রোসফট আর ওপেনসোর্স হল সম্পূর্ণ বিপরীত মেরুতে
অবস্থানরত দু'টি বিপরীত ধ্যান-ধারণার প্রতিষ্ঠান। বাস্তবেও মাইক্রোসফট
ওপেনসোর্স আন্দোলনের ঘোর বিরোধী। আর এখন যদি খবর পাওয়া যায় মাইক্রোসফটই একটি
ওপেনসোর্স সফটওয়্যারকে নিজের করে নিয়েছে তাহলে আশ্চর্য হওয়ার মতোই খবর!
জেকুয়েরী হল এজাক্স ফ্রেমওয়ার্কে রিচ ওয়েব এপ্লিকেশন ডেভেলপ করার একটি
ফ্রিওয়্যার। মাইক্রোসফট জেকুয়েরী ওপেনসোর্স সফটওয়্যারটিকে এখন ভিজ্যুয়াল
স্টুডিও ডেভেলপমেন্ট স্যুইটের লাইব্রেরি হিসেবে গ্রহণ করেছে।

অন্যদিকে একই সময়ে বিশ্বখ্যাত মোবাইল ফোন নির্মাতা কোম্পানি নোকিয়া ঘোষণা করেছে
নোকিয়া'র মোবাইল ওয়েব ডেভেলপমেন্টের জন্য জেকুয়েরী ব্যবহার করবে। জেকুয়েরী'র
জন্য এটা একসাথে বিশাল দু'টি বড় খবর যে বিশ্বখ্যাত দু'টি কোম্পানি মাইক্রোসফট ও
নোকিয়া একই সাথে জেকুয়েরী নিজেদের সাথে জড়িয়ে ফেলায় গুগল বা অ্যামাজনের মত
ওয়েবসাইটগুলোও একে একে জেকুয়েরীকে ওয়েব এপ্লিকেশন হিসেবে ব্যবহার করা শুরু
করবে। মাইক্রোসফট কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট, স্কট গাথির বলেন, 'জেকুয়েরীর
সবচেয়ে বড় আবেদনটি হল খুব দক্ষতার সাথে জেকুয়েরী ব্যবহার করে যেকোন এইচটিএমএল
ইলিমেন্ট অল্পকিছু প্রোগ্রাম কোড লিখেই ইচ্ছামত সাজিয়ে নেওয়া যায়।' এনিমেশন ও
সিলেকশনের কাজগুলো ওয়েবে সহজে করার জন্য অনেক সফটওয়্যার ডেভেলপারই মাইক্রোসফট
কর্পোরেশনকে অনুরোধ জানিয়েছিল এএসপি ডট নেট এজাক্স সাপোর্ট তৈরি করার জন্য। এর
পরিপ্রেক্ষিতে দুই মাস আগে মাইক্রোসফট ঠিক করে এএসপি ডট নেট এজাক্স ফিচার তৈরি
করবে। আর এই এএসপি ডট নেট এজাক্স ফিচার তৈরি করতে গিয়েই মাইক্রোসফটের
ডেভেলপাররা বুঝতে পারে জেকুয়েরী সাপোর্ট বর্তমানে এই চাহিদাটাই আলাদাভাবে পূরণ
করে যাচ্ছে। তাই আর নতুন করে এএসপি ডট নেট এজাক্স ফিচার তৈরি করার প্রয়োজন নেই।
পরবর্তিতে জেকুয়েরীকেই ভিজ্যুয়াল স্টুডিও ডেভেলপমেন্ট স্যুইটটি অন্তর্ভূক্ত করে
নেয় মাইক্রোসফট।

মাইক্রোসফট পরিবর্তনের ইঙ্গিত

জেকুরেয়ী'কে মাইক্রোসফট ভিজ্যুয়াল স্টুডিও ডেভেলপমেন্ট স্যুইটে অন্তর্ভূক্ত
করেছে। এতে হয়েছেটা কি? কেনইবা এ প্রসঙ্গটি এত গুরুত্বপূর্ণ? আগেই আপনাদের
বলেছি ওপেনসোর্স সফটওয়্যার আর মাইক্রোসফট হল বিপরীত দুই মেরুতে অবস্থানকারী
প্রতিষ্ঠান। যারা আরো বেশি জানেন এ বিষয়টি তারা বেশ উপলব্ধি করতে পারছেন
মাইক্রোসফট বদলে যাচ্ছে। মাইক্রোসফটের আসছে অনেক পরিবর্তন। মাইক্রোসফট যখন
এজাক্সের সাথে একীভূত হয়ে নতুন একটি প্ল্যাটফর্ম চালু করার সিদ্ধান্ত নিয়েছিল
তা ছিল আসলে এজাক্সকে বিলুপ্ত করে ফেলারই একটি উদ্যোগ। এজাক্সকে বিলুপ্ত করে
এজাক্সের মতই নতুন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলত মাইক্রোসফট। এখন জেকুয়েরীকে
নিজেদের করে নিয়ে মাইক্রোসফট কোন পরিবর্তন আনেনি। তার মানে এবার মাইক্রোসফটই
জেকুয়েরীর একটি সাপোর্ট নিচ্ছে তা প্রতিষ্ঠিত হল। আর মাইক্রোসফটের এ উদ্যোগের
ফলে প্রযুক্তি সংশ্লিষ্টরা মনে করছে ওপেনসোর্সের সাথে মাইক্রোসফটের যে বিরোধ তা
মিটতে শুরু করল। মাইক্রোসফটের তরফ থেকে সত্যিই এটি একটি বন্ধুত্বপূর্ণ পদক্ষেপ
যে তারা নিজেরাই জেকুয়েরী ফ্রেমওয়ার্ক তৈরি করে নেয়নি বরং ওপেনসোর্সকে
অপরিবর্তিত রেখেই করেছে। মাইক্রোসফটের বিরুদ্ধে প্রযুক্তি আত্মসাতের যে অভিযোগ
রয়েছে এই ঘটনার ফলে তার কিছুটা ঘুচবে বলেও অনেকে আশা প্রকাশ করছে।

০ তথ্যপ্রযুক্তি ডেস্ক


ব্যক্তিগত মন্তব্য,
যতোদিন জেকুয়েরী ওপেনসোর্স থাকবে ততোদিন কোন সমস্যা নেই, বরং ভালো উদ্যোগ। তবে
যদি এই ফ্রেমওয়ার্কের উপর কোন ক্লোস্ড সোর্স কিছু বানায় অথবা জেকুয়েরী বন্ধ করে
দেয় তা খুবই দুঃখজনক হবে।

-- 
Thanking you
Shahriar
-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


Re: [Ubuntu-BD] M$

2008-10-16 Thread Hasin Hayder
definitely a very good news for jQuery and john resig. jQuery is really a
fantastic javascript engine!

-hasin

2008/10/17 Shahriar Tariq <[EMAIL PROTECTED]>

> On Fri, Oct 17, 2008 at 2:50 AM, DarkLord (:= <[EMAIL PROTECTED]
> >wrote:
>
> > এইটা পরছেন কেউ?
> > http://www.ittefaq.com/content/2008/10/17/news0190.htm
> >
>
> সবার সুবিধার জন্য কনভার্ট করে দিচ্ছি।
> ওপেন সোর্স সফটওয়্যার 'জেকুয়েরী' নিজের করে নিল মাইক্রোসফট
>
>
> জনপ্রিয় ওপেন সোর্স সফটওয়্যার 'জেকুয়েরী' নিজের করে নিল মাইক্রোসফট।
> মাইক্রোসফট
> হল পৃথিবীর সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানির নাম; যাদের সব প্রোডাক্টই
> ব্যবহারকারীকে টাকার বিনিময়ে কিনে নিতে হয় এপ্লিকেশন স্যুইট বা প্যাকেজ
> হিসেবে।
> অন্যদিকে ওপেনসোর্স হল সারাবিশ্বের সফটওয়্যার ডেভেলপার ও ব্যবহারকারীদের একটি
> প্ল্যাটফর্ম যার মাধ্যমে কোডসহ যেকোন সফটওয়্যারটি একদম বিনামূল্যে ব্যবহার করা
> যায়। এ থেকে সহজেই বুঝা যায় মাইক্রোসফট আর ওপেনসোর্স হল সম্পূর্ণ বিপরীত
> মেরুতে
> অবস্থানরত দু'টি বিপরীত ধ্যান-ধারণার প্রতিষ্ঠান। বাস্তবেও মাইক্রোসফট
> ওপেনসোর্স আন্দোলনের ঘোর বিরোধী। আর এখন যদি খবর পাওয়া যায় মাইক্রোসফটই একটি
> ওপেনসোর্স সফটওয়্যারকে নিজের করে নিয়েছে তাহলে আশ্চর্য হওয়ার মতোই খবর!
> জেকুয়েরী হল এজাক্স ফ্রেমওয়ার্কে রিচ ওয়েব এপ্লিকেশন ডেভেলপ করার একটি
> ফ্রিওয়্যার। মাইক্রোসফট জেকুয়েরী ওপেনসোর্স সফটওয়্যারটিকে এখন ভিজ্যুয়াল
> স্টুডিও ডেভেলপমেন্ট স্যুইটের লাইব্রেরি হিসেবে গ্রহণ করেছে।
>
> অন্যদিকে একই সময়ে বিশ্বখ্যাত মোবাইল ফোন নির্মাতা কোম্পানি নোকিয়া ঘোষণা
> করেছে
> নোকিয়া'র মোবাইল ওয়েব ডেভেলপমেন্টের জন্য জেকুয়েরী ব্যবহার করবে। জেকুয়েরী'র
> জন্য এটা একসাথে বিশাল দু'টি বড় খবর যে বিশ্বখ্যাত দু'টি কোম্পানি মাইক্রোসফট
> ও
> নোকিয়া একই সাথে জেকুয়েরী নিজেদের সাথে জড়িয়ে ফেলায় গুগল বা অ্যামাজনের মত
> ওয়েবসাইটগুলোও একে একে জেকুয়েরীকে ওয়েব এপ্লিকেশন হিসেবে ব্যবহার করা শুরু
> করবে। মাইক্রোসফট কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট, স্কট গাথির বলেন, 'জেকুয়েরীর
> সবচেয়ে বড় আবেদনটি হল খুব দক্ষতার সাথে জেকুয়েরী ব্যবহার করে যেকোন এইচটিএমএল
> ইলিমেন্ট অল্পকিছু প্রোগ্রাম কোড লিখেই ইচ্ছামত সাজিয়ে নেওয়া যায়।' এনিমেশন ও
> সিলেকশনের কাজগুলো ওয়েবে সহজে করার জন্য অনেক সফটওয়্যার ডেভেলপারই মাইক্রোসফট
> কর্পোরেশনকে অনুরোধ জানিয়েছিল এএসপি ডট নেট এজাক্স সাপোর্ট তৈরি করার জন্য।
> এর
> পরিপ্রেক্ষিতে দুই মাস আগে মাইক্রোসফট ঠিক করে এএসপি ডট নেট এজাক্স ফিচার তৈরি
> করবে। আর এই এএসপি ডট নেট এজাক্স ফিচার তৈরি করতে গিয়েই মাইক্রোসফটের
> ডেভেলপাররা বুঝতে পারে জেকুয়েরী সাপোর্ট বর্তমানে এই চাহিদাটাই আলাদাভাবে পূরণ
> করে যাচ্ছে। তাই আর নতুন করে এএসপি ডট নেট এজাক্স ফিচার তৈরি করার প্রয়োজন
> নেই।
> পরবর্তিতে জেকুয়েরীকেই ভিজ্যুয়াল স্টুডিও ডেভেলপমেন্ট স্যুইটটি অন্তর্ভূক্ত
> করে
> নেয় মাইক্রোসফট।
>
> মাইক্রোসফট পরিবর্তনের ইঙ্গিত
>
> জেকুরেয়ী'কে মাইক্রোসফট ভিজ্যুয়াল স্টুডিও ডেভেলপমেন্ট স্যুইটে অন্তর্ভূক্ত
> করেছে। এতে হয়েছেটা কি? কেনইবা এ প্রসঙ্গটি এত গুরুত্বপূর্ণ? আগেই আপনাদের
> বলেছি ওপেনসোর্স সফটওয়্যার আর মাইক্রোসফট হল বিপরীত দুই মেরুতে অবস্থানকারী
> প্রতিষ্ঠান। যারা আরো বেশি জানেন এ বিষয়টি তারা বেশ উপলব্ধি করতে পারছেন
> মাইক্রোসফট বদলে যাচ্ছে। মাইক্রোসফটের আসছে অনেক পরিবর্তন। মাইক্রোসফট যখন
> এজাক্সের সাথে একীভূত হয়ে নতুন একটি প্ল্যাটফর্ম চালু করার সিদ্ধান্ত নিয়েছিল
> তা ছিল আসলে এজাক্সকে বিলুপ্ত করে ফেলারই একটি উদ্যোগ। এজাক্সকে বিলুপ্ত করে
> এজাক্সের মতই নতুন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলত মাইক্রোসফট। এখন জেকুয়েরীকে
> নিজেদের করে নিয়ে মাইক্রোসফট কোন পরিবর্তন আনেনি। তার মানে এবার মাইক্রোসফটই
> জেকুয়েরীর একটি সাপোর্ট নিচ্ছে তা প্রতিষ্ঠিত হল। আর মাইক্রোসফটের এ উদ্যোগের
> ফলে প্রযুক্তি সংশ্লিষ্টরা মনে করছে ওপেনসোর্সের সাথে মাইক্রোসফটের যে বিরোধ
> তা
> মিটতে শুরু করল। মাইক্রোসফটের তরফ থেকে সত্যিই এটি একটি বন্ধুত্বপূর্ণ পদক্ষেপ
> যে তারা নিজেরাই জেকুয়েরী ফ্রেমওয়ার্ক তৈরি করে নেয়নি বরং ওপেনসোর্সকে
> অপরিবর্তিত রেখেই করেছে। মাইক্রোসফটের বিরুদ্ধে প্রযুক্তি আত্মসাতের যে অভিযোগ
> রয়েছে এই ঘটনার ফলে তার কিছুটা ঘুচবে বলেও অনেকে আশা প্রকাশ করছে।
>
> ০ তথ্যপ্রযুক্তি ডেস্ক
>
>
> ব্যক্তিগত মন্তব্য,
> যতোদিন জেকুয়েরী ওপেনসোর্স থাকবে ততোদিন কোন সমস্যা নেই, বরং ভালো উদ্যোগ। তবে
> যদি এই ফ্রেমওয়ার্কের উপর কোন ক্লোস্ড সোর্স কিছু বানায় অথবা জেকুয়েরী বন্ধ
> করে
> দেয় তা খুবই দুঃখজনক হবে।
>
> --
> Thanking you
> Shahriar
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Regards
Hasin Hayder
i2we inc (www.i2we.com)
http://hasin.wordpress.com
-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


[Ubuntu-BD] Call for help: organize the Intrepid Release party

2008-10-16 Thread Shahriar Tariq
মূল লেখাটি আমাদের প্রযুক্তি
ফোরামেদেয়া
হয়েছে। ওখানেও আলোচনা করতে পারেন অথবা সরাসরি মেইল করতে পারেন।


*উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের আহবান*
আমরা অনেক আগ্রহের সাথে উবুন্টু লিনাক্সের পরবর্তী সংস্করণ ইন্ট্রাপিড আইবেক্স
(৮.১০) এর জন্য অপেক্ষা করছি।
বিশ্বের বিভিন্ন দেশে উবুন্টু লিনাক্সের প্রতিটি ভার্সন উদ্বোধন উদযাপন করা হয়
প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে। বাংলাদেশে উবুন্টু লিনাক্সের
প্রতিনিধিত্বকারী সংগঠন "উবুন্টু বাংলাদেশে" বেশ কিছুদিন ধরে উবুন্টু লিনাক্সের
বিভিন্ন ভার্সন উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে এসেছে।

উবুন্টু বাংলাদেশ এবারও উবুন্টু লিনাক্স ৮.১০ (ইন্ট্রাপিড আইবেক্স) আয়োজন করতে
যাচ্ছে আগামী মাসের শুরুর দিকে (নির্দিষ্ট স্থান ও কাল আলোচনা সাপেক্ষে
নির্ধারিত হবে)।

এবারের অনুষ্ঠানে যেসকল বিষয় প্রাধান্য দেয়া হবে সেগুলো হচ্ছে

*১) ওপেনসোর্স আন্দোলন কি? বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ওপেনসোর্স আন্দোলন কেনো
প্রয়োজন,*


   ক) ওপেনসোর্স কি

   খ) ওপেনসোর্সের প্রয়োজনীয়তা

   গ) ওপেনসোর্সের সুবিধা

   ঘ) ব্যবহারকারীদের সুবিধা

   ঙ) ব্যবসায়ীদের সুবিধা

   চ) পাইরেসীর বিরুদ্ধে ওপেনসোর্স


*২) লিনাক্স পরিচিতি*

   ক) লিনাক্সের সংক্ষিপ্ত ইতিহাস
   খ) কিভাবে প্রচলন ও বিকাশ


*৩) উবুন্টু লিনাক্সের পরিচিতি ও সেই সাথে ইন্ট্রাপিড আইবেক্স উন্মোচন*

   ক) উবুন্টু লিনাক্স সেটআপ
   খ) এ্যাপলিকেশন পরিচিতি
   গ) উবুন্টু লিনাক্স কনফিগারেশন (খুটিনাটি)


*৪) স্বেচ্ছাসেবক কর্মকান্ড*

   ক) কেনো সাহায্য করবেন
   খ) কিভাবে সাহায্য করবেন
   গ) আমাদের প্রযুক্তি ফোরাম পরিচিতি
   ঘ) মুক্ত.অর্গ
   ঙ) একুশে


এগুলো তো গেলো আলোচনার বিষয়বস্তু এবার অন্যান্য যেসকল প্রচেষ্টা থাকবে

   ১) উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স সিডি/ডিভিডি বিতরণ (স্পন্সর/স্বেচ্ছাসেবক
   প্রয়োজন)
   ২) রিপোসিটরি ডিভিডি বিতরণ (স্পন্সর/স্বেচ্ছাসেবক প্রয়োজন)
   ৩) গাইড/টিউটোরিয়াল বিতরণ (নির্বাচন করতে হবে।)
   ৪) আর্টওয়ার্ক/পোস্টার/স্টিকার বিতরণ (নির্বাচন করতে হবে)
   ৫) উবুন্টু ইন্ট্রাপিড ইনস্টল ও কনফিগার (স্বেচ্ছাসেবক প্রয়োজন)
   ৬) হাল্কা খাবার (যদি কেউ স্পন্সর করেন)


আয়োজনে
উবুন্টু বাংলাদেশ 
ও
বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্স 

সহযোগীতায়
আমাদের প্রযুক্তি ফোরাম 
ও
মুক্ত.অর্গ 
-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


Re: [Ubuntu-BD] Call for help: organize the Intrepid Release party

2008-10-16 Thread Shahriar Tariq
মূল লেখাটি আমাদের প্রযুক্তি
ফোরামেদেয়া
হয়েছে। ওখানেও আলোচনা করতে পারেন অথবা সরাসরি মেইল করতে পারেন।


গতবারের অনুষ্ঠান সার্বিকভাবে বেশ বড় হলেও কিছু সাগঠনিক সমস্যা ও আয়োজকদের
কিছু ক্রুটি লক্ষ্য করা গেছে। এবারের ইন্ট্রাপিড আইবেক্স উদ্বোধন অনুষ্ঠানে
আমরা সেই সকল ভুলভ্রান্তি ও ক্রুটি কাটিয়ে ওঠার জন্য সার্বিক চেষ্টা করবো। তবে
সেজন্য আমাদের সকলের সংগঠিত হতে হবে এবং সবার সাহায্য প্রয়োজন পরবে। এবারের
ইন্ট্রাপিড আইবেক্স উদ্বোধন অনুষ্ঠান কেবল উবুন্টু বাংলাদেশ করবে তা নয়। এবার
আমরা আমাদের সকল বন্ধুদের সাথে যৌথভাবে আয়োজনে আগ্রহী।

যেসকল বিষয়ে সাহায্য প্রয়োজন

*১) ৫০-৬০ জন ধারণ ক্ষমতাসহ স্থান নির্বাচন*
গতবারের অভিজ্ঞততা থেকে বুঝা যাচ্ছে স্থান নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। স্থান
এমন একটি জায়গায় হতে হবে যা সবার যাতায়াতের জন্য সুবিধাজনক। নিরবিচ্ছিন্ন
বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা (হয়তো সবসময় লাগবে না তবে ব্যাকআপ থাকলে খুবই ভালো।)।
২০-২৫হাজার টাকা দিয়ে হল ভাড়া নিয়ে অনুষ্ঠান করা সম্ভব নয়। কারণ উবুন্টু
বাংলাদেশ এখনও সেই পর্যায়ে নেই যে সম্পূর্ণ খরচ বহন করতে পারবে।
কারও যদি পরিচিত স্থান বা নিজস্ব স্থান/অফিস/কনফারেন্স হল থাকে তো আরও ভালো)
কিছু অতিরিক্ত বিষয় যেগুলো থাকলে ভালো। পর্যাপ্ত আলোবাতাস, প্রজেক্টরের
ব্যবস্থা থাকলে ভালো। সাউন্ড সিস্টেম থাকলে ভালো হয় কারন পিছনে বসে মানুষ
বুঝতে পারেন না।

*২) ডোনেশন/স্পন্সর*
স্বাভাবিকভাবেই যেকোন অনুষ্ঠান আয়োজন করতে গেলে অর্থের প্রয়োজন হয়। সাধারণ
যেকোন অনুষ্ঠানে টিকিট কেটে ঢুকতে হলেও আমরা সেরকম কোনকিছু করতে আপাতত আগ্রহী
নই (টিকিট একেবারে শেষ উপায়)। এব্যাপারে আমরা আমাদের বন্ধুদের সার্বিক
সহযোগিতা আশা করছি। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেও সেরকম
আশাব্যাঞ্জক কোন খবর পাইনি। :-((( :cry:
আমরা বুঝতে পারছি আমাদের অধিকাংশ অংশগ্রহণকারীই স্কুল কলেজ ভার্সিটির
ছাত্র(ছাত্রী), আমরা বলছি না একেকজন দুশতিনশ বা হাজার টাকা দিন আপনি ১০-২০ টাকা
দিলেও সিডি বা একটা প্রিন্ট আউট করা সম্ভব হবে।

*৩) ভালো কোয়ালিটির ৫০-৭৫টি সিডি/ডিভিডি*
৫০-৭৫টি উবুন্টু ইন্ট্রাপিড সিডি/ডিভিডি অথবা রিপোসিটরি ডিভিডি কেউ স্পন্সর
করলে সুবিধা হবে। বিনিময়ে ন্যায্য মূল্য অবশ্যই রাখতে পারবেন তবে সেই ন্যায্য
মূল্য কোন মতেই যেনো বাজারমূল্য (সিডির জন্য ১৮-২০ বা ২০-২৫ টাকা ও ডিভিডির
জন্য ২৫-৩০ অথবা ৩০-৩৫ টাকা) ছাড়িয়ে না যায়। কভার বা স্টিকার/লোগো যে থাকতে
হবে এমন কোন কথা নেই (থাকলে ভালো)। তবে যদি কভার/স্টিকার/লোগো ব্যবহার করেন
স্বাভাবিকভাবে খরচ বাড়বে (সেই অনুযায়ী মূল্য পুনঃনির্ধারিত হবে)।
যেকোন একজন বা দুইজন এই দায়িত্বে থাকতে পারেন। নোম কেডিই বা রিপোজিটোরি ডিভিডি
কতো পরিমানে সংগ্রহ করতে হবে তা নির্ধারন করতে হবে। :thumb:

*৪) কম্পিউটার/প্রজেক্টর ও অন্যান্য সরঞ্জাম*
নির্ধারিত স্থানে প্রজেক্টর ও স্ক্রিন থাকলে ভালো কিন্তু তারপরও ব্যাকআপ হিসেবে
কেউ প্রজেক্টর ও স্ক্রিনের ব্যবস্থা করতে পারলে নিশ্চিন্ত হওয়া যাবে। এছাড়া
প্রিভিউ-এর জন্য দুইটি কম্পিউটার (নোম/কেডিই), প্রেজেন্টেশন/স্লাইড ব্যবহারের
জন্য দুটি কম্পিউটার। সাউন্ড সিস্টেম (মাইকসহ) কেউ দিতে পারলে ভালো। আমাদের
এখানে অনেকেই ভালো সাউন্ড সিস্টেমে গান শুনতে পছন্দ করেন, তাদের সহযোগীতা কামনা
করছি। :thum

*৫) আর্টিকেল/গাইড/টিউটোরিয়াল*
সর্বশেষ ইন্ট্রাপিড সংস্করণের জন্য আর্টিক্যাল/টিউটোরিয়াল/গাইড ইত্যাদির
প্রিন্ট আউট। সেজন্য কেউ কোন লেখা অথবা লেখার লিঙ্ক দিলে আমাদের জন্য সহজ হবে।
এছাড়াও কোন কোন বিষয়ে টিউটোরিয়াল দিলে বেশিরভাগ সাধারণ ব্যবহারকারীর সুবিধা
হবে তা চিহ্নিত করতে হবে। ইতিমধ্যেই আমরা আমাদের প্রযুক্তি ফোরামের বেশ কিছু
টিউটোরিয়াল/আর্টিক্যাল (প্রযুক্তিকথন সংস্করণ ১) সংগ্রহ করেছি।
অভিজ্ঞ সদস্যদের অনুরোধ থাকলো সাহায্য করার জন্য।

*৬) ছবি/পোস্টার/স্টিকার*
কেউ যদি কোন ছবি, পোস্টার অথবা স্টিকার ডিজাইন বা স্পন্সর করতে চান তাহলে খুবই
ভালো হয়।
আমাদের এই ফোরামেই অনেক ভালো গ্রাফিক্স পারেন এমন মানুষ আছেন তাদের দৃষ্টি
আকর্ষণ করছি। :v (কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। আপনি ভালো পারেন না তো
আমরা তো অধিকাংশই কিছু পারি না :roll: )।

*৭) হালকা খাবার*
খাবার মানেই ভুরিভোজ বা দামী খাবার হতে হবে এমন নয়। স্বল্পমূল্যে যদি ভালো
খাবার পাওয়া যায় এবং কেউ যদি স্পন্সর করেন তাহলে আমাদের জন্য সহজ হয় (নাহলে
আবারও গতবারের মতো শুধু চা খাওয়ানো ছাড়া উপায় থাকবে না :()
(খাবারের কথায় ক্ষুদা লাগছে :-( :| )


*৮) রেজিস্ট্রেশন সাইট*
আমাদের এই পরিকল্পনার একটি বড় বাধা হচ্ছে যে অংশগ্রহণকারী সম্পর্কে কোন তথ্য
হাতে না থাকা। কয়জন আসবেন, তারা কতোখানি জানেন, তাদের কোন সিডি/ডিভিডি অথবা
রিপোসিটরি লাগবে কিনা, তারা ডোনেশনে আগ্রহী কিনা ইত্যাদি বিষয়ে কোন ধারণা নেই।
এজন্য স্বল্প সময়ের জন্য হলেও আমরা একটি ওয়েবসাইট তৈরি করতে চাই (সেটা যতো
সাধারনই হোক না কেনো)। গতবার ফেসবুক দিয়ে কাজ চালানো হলেও এবার ভিন্ন একটি
সাইট ব্যবহার করতে হবে (কারণ ফেসবুক সবাই ব্যবহার করেন না আর ফেসবুককে
কাস্টমাইজ করার কোন উপায় নেই।)। রেজিস্ট্রেশন প্রসেস ছাড়াও উক্ত সাইটে
প্রতিটি কর্মকান্ড/খরচ ডোনেশন লিপিবদ্ধ করা হবে।
ডেভেলপার ভাইদের অনুরোধ থাকলো সাহায্য করার জন্য।

*৯) মার্কেন্ডাইজ*
যদি কেউ কোন মগ/কাপ/টিশার্ট স্পন্সর করতে পারেন তাহলে ভালো

*১০) স্বেচ্ছাসেবক ও বক্তা*
একটি অনুষ্ঠান আয়োজন করতে বেশ বড় একটি স্বেচ্ছাসেবক দলের প্রয়োজন পরে।
আমাদের এই অনুষ্ঠানও ব্যতিক্রম নয়। তাদেরকে কয়েকটি ভাগে ভাগ করে তুলে ধরছি

   ক) ১-২জন থাকবেন রেজিস্ট্রেশনের দায়িত্বে
   খ) ৪-৫জন ডেকোরেশন, এরেঞ্জমেন্ট, ব্যানার/পোস্টারের দায়িত্বে থাকবেন
   গ) ১-২জন কম্পিউটার, সিডি/ডিভিডি-এর দায়িত্বে থাকবেন
   ঘ) ১-২জন খাবারের দায়িত্বে থাকবেন
   ঙ) ১-৫জন থাকবেন প্রিন্টআউট, মেটারিয়াল, গাইড, টিউটোরিয়

Re: [Ubuntu-BD] M$

2008-10-16 Thread Mohammad Bhuyan
Nice summary. But couldn't stop myself from making a note at how you
defined open source. As it may influence a lot of peoples idea of open
source, you must be cautious not keep things clear and to the core
definition.

2008/10/17 Shahriar Tariq <[EMAIL PROTECTED]>:

> মাইক্রোসফট হল পৃথিবীর সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানির নাম; যাদের সব প্রোডাক্টই
> ব্যবহারকারীকে টাকার বিনিময়ে কিনে নিতে হয় এপ্লিকেশন স্যুইট বা প্যাকেজ হিসেবে।
> অন্যদিকে ওপেনসোর্স হল সারাবিশ্বের সফটওয়্যার ডেভেলপার ও ব্যবহারকারীদের একটি
> প্ল্যাটফর্ম যার মাধ্যমে কোডসহ যেকোন সফটওয়্যারটি একদম বিনামূল্যে ব্যবহার করা
> যায়।

Since when the idea of open source dictated the price associated with
the software?
Even the term FOSS (Free and Open Source) doesn't dictate anything
relating to selling the software for money or not.

Getting it for free (as in no money) is a byproduct of the concepts
promoted by "Free Software" or "Open Source Software" or to avoid the
confusion (or ignore the difference) as we call these days "FOSS". If
possible (as long as you have buyer) you could charge million dollars
for a product that you sell with the source code OPEN and the FREEDOM
assigned by the license to the buyer to do almost whatever he / she
likes with the code, its a FOSS.

Free is to mean "user is free" not "free for user".

Regards,

Soyuz
-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd